মাত্র চার ঘণ্টায় মিলবে ড্রাইভিং লাইসেন্স, হাওড়ায় ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী

ODD বাংলা ডেস্ক: পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেতে আর দীর্ঘ দিন ধরে অপেক্ষা নয়। এ বার মাত্র ৪ ঘণ্টায় পাওয়া যাবে লাইসেন্স। পরিবহণ দফতরের উদ্যোগে এই পাইলট প্রজেক্ট রাজ্যের মধ্যে প্রথম শুরু হল হাওড়ায়। মঙ্গলবার সাঁতরাগাছি বাস টার্মিনাসে এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মন্ত্রী জানিয়েছেন, পরিবহণ সংক্রান্ত আরও কিছু পরিষেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার মধ্যেই রয়েছে অনলাইন ডিজিটাল লাইসেন্স পরিষেবা। মন্ত্রীর দাবি, ড্রাইভিং পরীক্ষা দেওয়ার ৪ ঘণ্টার মধ্যে মোবাইলে পৌঁছে যাবে লাইসেন্সের কপি। যা নিয়ে গাড়ি চালাতে কোনও অসুবিধা হবে না বলেও আশ্বাস মন্ত্রীর। এর পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাড়িতে পরিবহণ দফতর লাইসেন্স পৌঁছে দেবে বলেও জানিয়েছেন স্নেহাশিস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.