বিশ্বের সর্ববৃহৎ খাদ্যসঞ্চয় প্রকল্প এবার ভারতে!

ODD বাংলা ডেস্ক: সদ্য কেন্দ্রের তরফে বিশ্বের সর্ববৃহৎ খাদ্যশস্য সঞ্চয় প্রকল্পের ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই ঘোষণা করেছেন। তবে যাতে দেশের শস্য ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য এই পদক্ষেপ। কেন্দ্রীয় সরকারের এই বিশেষ পদক্ষেপ ঘিরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাক একনজরে। কেন্দ্রের তরফে ১ লাখ কোটি টাকা অনুমোদিত হয়েছে বিশ্বের বৃহত্তম এই খাদ্যসঞ্চয় প্রকল্পের জন্য। দেশের খাদ্যনিরাপত্তাকে সুনিশ্চিত করতে ও কৃষকদের স্বার্থে যাতে খাদ্যদ্রব্যের মূল্য তাঁদের বিপাকে না ফেলে, সেই দিকে তাকিয়ে এই পদক্ষেপ করা হয়েছে।খাদ্যদ্রব্য মজুতের পরিমাণ বাড়াতে সমবায় সেক্টরের হাত ধরে আগামী ৫ বছরে একটি লক্ষ্যমাত্রা নিয়ে এগোবে দেশ। এমনই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এতে গ্রামীণ ভারতে কর্মসংস্থানের রাস্তাও বাড়বে, বলে জানিয়েছেন তিনি। এই প্রকল্পের হাত ধরে প্রতিটি ব্লকে ২০০০ টন শস্য মজুত করার ক্ষমতা সম্পন্ন গোডাউন তৈরি হতে চলেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.