৭দিন ধরে জ্বরে ভোগার পর কলকাতায় মৃত্যু হল ডেঙ্গি আক্রান্তের!

ODD বাংলা ডেস্ক: ফের কলকাতায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। যাদবপুরের বাসিন্দা ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে টালিগঞ্জ এমআর বাঙুর হাসপাতালে। জানা গিয়েছে, ওই কিশোরী সাত দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। গত একুশে সেপ্টেম্বর ডেঙ্গি পজেটিভ ধরা পড়ে। এদিন তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়।প্রসঙ্গত, দিন তিনেক আগেই দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মতিঝিল গার্লস স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু হয় বুধবার। সংযুক্তা পাল নামের ওই পড়ুয়া গতকাল থেকে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে তার মৃত্যু হয়। দমদমে যেভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন।এর আগে, দক্ষিণ দমদম পুর এলাকার বাসিন্দা ১৬ বছরের কিশোরীর ডেঙ্গিতে মৃত্যু হয়েছে। কিশোরীর নাম মধু সিং। বেলেঘাটা আইডি হাসপাতালে তার মৃত্যু হয়। সূত্রের খবর, দিনকয়েক ধরে জ্বরে আক্রান্ত ছিল সে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.