বসন্ত পঞ্চমী ২০২৪, জেনে নিন এই বছরের সরস্বতী পুজোর দিনক্ষণ ও পুজোর সময়

ODD বাংলা ডেস্ক: শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনার রীতি বাঙালি ঘরে ঘরে বহুযুগ ধরে প্রচলিত। বাড়িতে দেবী মূর্তি এনেই হোক বা বইকে পুজো করেই হোক, সরস্বতী পুজোর উদযাপন হয়ে থাকে বসন্তে। ২০২৪ সালের বসন্তে আবার ভ্যালেন্টাইন্স ডের দিন পড়েছে সরস্বতী পুজো। উৎসবের উদযাপন শুরুর আগে দেখে নেওয়া যাক, সরস্বতী পুজোর তিথি। চলতি বছরে ১৪ ফেব্রুয়ারি পড়ছে সরস্বতী পুজো। যদিও পঞ্চমী তিথি আগেই শুরু হচ্ছে। তবে ১৪ ফেব্রুয়ারিতেই হতে চলেছে, পুজো। তার নেপথ্য়েও রয়েছে তিথির দিক থেকে কিছু বিষয়। একনজরে দেখা যাক, সরস্বতী পুজোর তিথি কখন থেকে পড়ছে, তার তথ্য।  পুজোর পঞ্চমী তিথি যদিও ১৩ ফেব্রুয়ারি পড়ছে, তবে তা সেদিন দুপুরে শুরু হচ্ছে। মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি দুপুুর ২ টো ৪১ মিনিটে সরস্বতী পুজোর পঞ্চমী তিথি পড়ছে। আর তিথি থাকবে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টা ১০ মিনিট পর্যন্ত। চলতি বছরে ফাল্গুন মাসে পড়ছে সরস্বতী পুজো। ফলে মাঘে নয়, পুজো হচ্ছে ফাল্গুনে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.