ভোটের জন্য বুধবার বিকেল থেকে ৪৮ ঘণ্টার ড্রাই ডে



ODD বাংলা ডেস্ক: আর মাত্র ৪৮ ঘণ্টা। তারপরই শুরু হচ্ছে দেশের ১৮তম লোকসভা নির্বাচন। তাপমাত্রার পারদ চড়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক উত্তাপও ঊর্ধ্বমুখী। আর মাত্র কয়েকঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাবে প্রথম দফার প্রচার পর্ব। আর তার সঙ্গে সঙ্গেই শাটার পড়বে মদের দোকানগুলিতেও। ফলে মাথায় হাত সুরাপ্রেমীদের। যে সকল কেন্দ্রে প্রথম দফা নির্বাচন রয়েছে, সেখানে ১৭ এপ্রিল অর্থাৎ বুধবার বিকেল ৫টার পর থেকে ১৯ এপ্রিল বিকেল ৫টায় ভোট শেষ হওয়া পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে। নির্বাচন কমিশনের প্রটোকল অনুযায়ী, ভোটের দিন যে সকল রাজ্যের যতগুলি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে, সেখানে ড্রাই ডে থাকবে। ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীন মদ কেনাবেচার উপর জারি থাকবে নিষেধাজ্ঞা। এ ছাড়াও প্রত্যেক কেন্দ্রে ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ করে দেওয়া বাধ্যতামূলক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.