কবে থেকে শিয়ালদহ শাখার সব লোকাল ১২ বগির? যাত্রীদের জন্য সুখবর রেলের

ODD বাংলা ডেস্ক: দিনের পর দিন বেড়েই চলছে যাত্রী সংখ্যা। সেই কারণে বেশ কিছুদিন ধরেই শিয়ালদহ থেকে সমস্ত শাখার ট্রেন ১২ বগি করার কাজ শুরু করেছিল রেল। স্বাভাবিকভাবেই যাত্রীদের মনে প্রশ্ন, কতদিনে শেষ হবে কাজ। কবে থেকেই বা সমস্ত ট্রেন হবে ১২ বগির? এবার উত্তর দিল রেল। রেলের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ৪ নং প্লাটফর্মের দৈর্ঘ্যবৃদ্ধির কাজ প্রায় শেষের পথে। প্লাটফর্ম নম্বর ১, ২ ও ৩ বাড়ানোর কাজ চলছে। একাজ এপ্রিল মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে খবর। তবে ওভারহেড তারের কাজ ও সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের পরিবর্তনের জন্য নন ইন্টারলকিং ইত্যাদির কাজ শেষ হতে প্রায় মে মাস হয়ে যাবে। এর পর শিয়ালদহের ৫ নম্বর প্লাটফর্ম বাড়ানোর কাজ হবে। রেলের আশা, জুন মাসের মধ্যে শিয়ালদহ মেইন শাখার ১ থেকে ৫ নং অবধি সমস্ত প্লাটফর্মই ১২ কোচের লোকাল চলাচলের উপযুক্ত হয়ে উঠবে। ফলে লোকসভা ভোটের পর সব ট্রেন ১২ বগি হওয়ার সম্ভাবনা প্রবল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.