সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, এবার গ্রেফতার রাখি সওয়ান্ত?
ODD বাংলা ডেস্ক: ড্রামা কুইন রাখি সওয়ান্ত এবং তাঁর প্রাক্তন স্বামী আদিল খান দুরানির মধ্যে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। আদিল সোমবার সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে রাখিকে এখন জেলে যেতে হবে। কারণ, সুপ্রিম কোর্ট তাঁকে চারদিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট রাখিকে বলেছে যে তাঁর আত্মসমর্পণের পরেই তাঁর জামিনের আবেদনের শুনানি হবে। উল্লেখ্য, রাখি বর্তমানে দুবাইয়ে রয়েছেন। রাখি সওয়ান্তের প্রাক্তন স্বামী আদিল খান দুরানি সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করে বলেছেন, 'হ্যালো। আজ আমি অনেক খুশি। কারণ, আনন্দের বিষয় হল আজ সুপ্রিম কোর্ট রাখি সওয়ান্তের জামিন খারিজ করে দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যে তাঁকে চার সপ্তাহের মধ্যে এসে আত্মসমর্পণ করতে হবে। তবেই তাঁর জামিন আবেদনের শুনানি হবে। ততক্ষণ পর্যন্ত তিনি জামিন পাবেন না। আদিলও তাঁর কথা সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, 'একটা সহজ কথায় বুঝিয়ে বলি, জেলে যেতে হবে, তবেই জামিন পাবেন। আমি খুব খুশি যে আমি বলতাম সংবিধানে ছেলেদের বিচার পাওয়া কঠিন। না। সংবিধানে বলা আছে ন্যায়বিচার পাওয়া কঠিন, তবে সত্যবাদী হলে অবশ্যই ন্যায়বিচার পাবেন।
Post a Comment