বাড়বে গরম নাকি হবে বৃষ্টি? জারি চরম সতর্কবার্তা

ODD বাংলা ডেস্ক: মাঝে একদিন ক্ষণিকের স্বস্তি। ফের স্বমহিমায় ময়দানে নামছে গরম। আগামী তিনদিন ১৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণের পাশাপাশি এবার উত্তরেও হানা দেবে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের তিন জেলা মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবন আগামী চারদিন পশ্চিমবঙ্গের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। একইভাবে সতর্ক করা হয়েছে কর্নাটক, ওড়িশা, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ডকেও।মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে প্রবল তাপপ্রবাহ চলবে। বাকি ১৩টি জেলায় তাপপ্রবাহ চলতে পারে। হাওড়া এবং কলকাতায় অস্বস্তিকর গরম থাকবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.