ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল? কোথায়-কবে ল্যান্ডফল? জানাল মৌসম ভবন

ODD বাংলা ডেস্ক: সত্যিই কি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সাইক্লোন? ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল? অবশেষে মুখ খুললেন IMD ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র। তিনি বলেন, 'এখনও পর্যন্ত এমন কোনও পূর্বাভাস নেই যেখানে বোঝা যাচ্ছে আদৌ গভীর নিম্নচাপটি সাইক্লোনে পরিণত হবে। শুক্রবার সকালে বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশে এটি নিম্নচাপে পরিণত হবে। তবে সেই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সঠিক পূর্বাভাস নেই।' IMD-র তরফে ইস্যু করা স্পেশ্যাল ওয়েদার বুলেটিন বলছে, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন মধ্যবর্তী এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এবার এটি অগ্রসর হবে উত্তর পূর্বদিকে। শুক্রবার অর্থাৎ ২৪ মে সকালে এটি বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর সেটি উত্তর পূর্ব এবং সংলগ্ন উত্তর পশ্চিমে অগ্রসর হবে ২৫ মে সন্ধ্যায়।' 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.