বিরাট তুষারধস সিয়াচেনে, প্রাণ হারালেন দুই ভারতীয় জওয়ান
Odd বাংলা ডেস্ক: প্রবল তুষারধসের ঘটনা ঘটেছে সিয়াচেন হিমবাহে। এর জেরে দুজন জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিহত দুই সৈন্য সিয়াচেন হিমবাহে প্রায় ১৮,০০০ ফুট উচ্চতায় টহল দিচ্ছিল বলে জানা গিয়েছে।
শনিবার ভোরবেলা সেনাবাহিনী টহলদারী দল তুষারপাতের কবলে পড়েছিলেন। এরপর হিমবাহ উদ্ধারকারী দল খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল তুষারপাতের কবল থেকে তাঁদের বের করে আনার চেষ্টা করে এবং তাঁরা সফলও হয়। কিন্তু তাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও দুজন সেনা তুষারপাতের কারণে প্রাণ হারিয়েছেন। গত দু'সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার তুষারধসের ঘটনা ঘটেছে।
কারাকোরাম পরিসরে প্রায় ২০,০০০ ফুট উচ্চতায় সিয়াচেন হিমবাহটি বিশ্বের সর্বোচ্চ সামরিক বাহিনী অঞ্চল হিসাবে পরিচিত, যেখানে সৈন্যদের হিমশীতল এবং প্রচণ্ড গতিবেগযুক্ত বাতাসের সঙ্গে যুদ্ধ করতে হয়। এখানে শীতকালে সাধারণতভাবে তাপমাত্রা থাকে মাইনাস ৬০ ডিগ্রি।





Post a Comment