সাফাইকর্মী চাকরি, আবেদন করেছেন ৭ হাজার ইঞ্জিনিয়ার ও পিএইচডি স্কলাররা


Odd বাংলা ডেস্ক: চাকরির বাজার খারাপ। কিন্তু তাই বলে এমন অবস্থা।গ্রেড-১ সাফাইকর্মীর পদের জন্য বাছাই শুরু করে কোয়েম্বত্তূর কর্পোরেশন। যত আবেদনপত্র জমা পড়েছিল সেগুলি নাড়াঘাটা করতে গিয়েই চোখ কপালে ওঠে সরকারি আধিকারিকদের। এ কী কাণ্ড!  যোগত্য সেখানে অষ্টম শ্রেণি পাশ, সেখানে আবেদন ঠুকে দিয়েছেন ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা হোল্ডার থেকে পিএইচডি স্কলাররা। এমনকি বেসরকারি সংস্থা, আইটি সেক্টরে ১০ বছর চাকরি করেছেন এমন প্রার্থীও আবেদন করেছেন সাফাইকর্মীর পদের জন্য।

কোয়েম্বত্তূর কর্পোরেশন সূত্রে জানানো হয়েছে, আবেদনকারীদের ৭০ শতাংশই উচ্চশিক্ষিত। সরকারি চাকরির জন্যই হুমড়ি খেয়ে পড়েছেন। এর আগেও চতুর্থ শ্রেণির সরকারি চাকরির জন্য দরখাস্ত করেছিলেন স্নাতক, স্নাতকোত্তর প্রার্থীরা। সেই পরীক্ষারও যোগ্যতামান ছিল অষ্টম শ্রেণি। তখনও শোরগোল পড়েছিল। ডোমের চাকরির জন্যও আবেদন করতে দেখা গিয়েছিল উচ্চশিক্ষিতদের। দিন দিন এমন ঘটনা নজিরবিহীন হয়ে দাঁড়াচ্ছে বলেই মনে করছেন সরকারি আধিকারিকরা।
Blogger দ্বারা পরিচালিত.