১০ টাকায় পেট ভরা খাবার, সঙ্গে ১ টাকায় স্বাস্থ্য পরিষেবা- কোথায় পাওয়া যাচ্ছে জানেন


Odd বাংলা ডেস্ক: শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস জোট মহা বিকাশ অগধির তরফে প্রকাশিত হয়েছে দ্য কমন মিনিমাম প্রোগ্রাম (সিএমপি) তথা অভিন্ন নূন্যতম কর্মসূচী। তাঁরা এই নয়া কর্মসূচীর ফলে সাধারণ মানুষকে ১০ টাকায় পেট ভরা খাবার এবং এক টাকায় স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।  

জোটের অন্তর্ভুক্ত সব দলগুলি সাধারণ মানুশের জন্য মাত্র ১০ টাকায় খাবার প্রদান করার পযে প্রতিশ্রুতি গ্রহণ করেছে তাতে পর্যাপ্ত পরিমাণে পেট ভরার মতো খাপবার হয়ে যাবে জানা গিয়েছে। তবে খাবার গুণমানের বিষয়ে যদি কেউ নিয়মভঙ্গ করে তাহলে তাহলে তাদের শাস্তি প্রদান করা হবে। 

আরও জানা গিয়েছে যে ভাল ও স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি সকলে যাতে সুলভ চিকিৎসা ব্যবস্থা পাওয়ার সুযোগ পায়, তার জন্য তালুক থেকে মাত্র এক টাকায় সমস্ত প্যাথলজিক্যাল টেস্ট করার সুযোগ পাওয়া যাবে। পাশাপাশি আরও জানানো হয়েছে যে, প্রত্যেকটি জেলাস্তরে সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মেডিকেল কলেজ স্থাপন করা হবে। পাশাপাশি সাধারণ মানুষদের জন্য স্বাস্থ্য বিমাও করা হবে। 
Blogger দ্বারা পরিচালিত.