'বিদেশে গিয়ে টাকা বাঁচাতে বিমানবন্দরে স্নান করেন মোদী, থাকেন না কোন বিলাসবহুল হোটেলেও!'


Odd বাংলা ডেস্ক: লোকসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন বুধবার অমিত শাহ বলেন যে, বিদেশ সফরের সময় প্রযুক্তগত কর্মবিরতি চলাকালীন বিদেশে গিয়ে বিলাসবহুল হোটেলে থাকার অভ্যেস ছেড়ে দিয়েছেন। অমিত শাহ আরও বলেন, মোদী যে দেশেই যান না কেন, তিনি থাকেন কিন্তু বিমানবন্দরের টার্মিনালসে। পাশাপাশি প্রত্যেকবার বিদেশে যাওয়ার সময় তিনি কিন্তু কুড়ি শতাংশেরও কম কর্মচারীদের নিজের সঙ্গে করে নিয়ে যান। 

শাহ আরও বলেন, বিদেশ সফর চলাকালীন বিমানে জ্বালানি ভরার জন্য কোনও বিমানবন্দরে থামতে হলে, প্রধানমন্ত্রী কোনও বিলাসবহুল হোটেলে না থেকে এয়ারপোর্ট টার্মিনালে থেকে, সেখানে স্নানও সেরে নেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হল, বিদেশ সফরে অন্যান্য প্রধানমন্ত্রী এবং তার প্রতিনিধি দল টেকলিক্যাল হল্টের সময়ে পাঁচ তারা বিলাসবহুল হোটেলে রাত্রিবাস করেন। কিন্তু প্রধানমন্ত্রী সেসব বিলাসিতা করেন না কেবল খরচ বাঁচাবেন বলে। 

শাহ আরও বলেন, ব্যক্তিগত জীবন বা সরকারি কাজে নরেন্দ্র মোদী খুবই শৃঙ্খলাপরায়ন জীবনযাপন করেন৷ বিদেশে গেলে স্টাফ কম নিয়ে যাওয়ার পাশাপাশি অফিসিয়াল ডেলিগেশনদের ক্ষেত্রেও প্রচুর সংখ্যায় গাড়ি ব্যবহার করেন না৷ আগে অফিসাররা আলাদা আলাদা গাড়ি ব্যবহার করতেন৷ এখন তাঁরা বাসে বা বড় একটি গাড়ি ব্যবহার করেন৷

লোকসভায় স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) (সংশোধনী) বিল ২০১৯ নিয়ে বিতর্ক চলাকালীন গান্ধী পরিবারকে দোষ দিয়ে অমিত শাহে বলেন, গান্ধী পরিবার বহুবার এসপিজি-র অপব্যবহার করেছে৷ ভেঙেছে নিরাপত্তা আইন৷ কিন্তু মোদী তা করেননি৷ দীর্ঘ ২০ বছর তিনি রাজ্য নিরাপত্তা পেতেন, কখনও নিরাপত্তার নিয়ম ভাঙেননি৷
Blogger দ্বারা পরিচালিত.