বিজ্ঞানীরা সন্ধান পেল এমন এক ব্যাকটেরিয়া যা কার্ব-ডাই-অক্সাইড গিলে নিতে পারে
Odd বাংলা ডেস্ক: বুধবার ইজরায়েলের ওয়েজম্যান ইন্সটিটিউট অব সায়েন্স-এর ইজরায়েলি গবেষকরা এমন এক ধরণের ব্যাকটেরিয়া ডেভেলপ করেছেন যে তারা কার্বন-ডাই অক্সাইড হজম করতে পারে। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, এই ব্যাকটেরিয়াগুলি বাতাসের কার্বন থেকে তাদের দেহে জৈব পদার্থ তৈরি করে। পাশাপাশি বায়ু মণ্ডল থেকে গ্রিন হাউস গ্যাস দূর করতে সাহায্য করে। গবেষকদের কথায়, ভবিষ্যতে এই ব্যকটেরিয়া বিশ্ব উষ্ণায়ণের বিরুদ্ধে লড়াই করতেও বিশেষভাবে সাহায্য করবে।
ইজরায়েলি বিজ্ঞানীরা ই-কোলাই ব্যকটেরিয়ার পুনরায় প্রোগ্রাম করতে সমর্থ হয়েছেন, যা পরিবেশ থেকে কার্বন-ডাই অক্সাইড ব্যবহার করে তাদের দেহ গঠনের জন্য প্রয়োজনীয় শর্করা উৎপন্ন করে। গবেষকরা এই প্রয়োজনীয় জিনগুলি ম্যাপিং করেছেন। গবেষকরা আরও মনে করছেন যে এই ব্যকটেরিয়ার স্বাস্থ্যকর অভ্যাসগুলি বেশিরভাগ ক্ষেত্রে গোটা বিশ্বের জন্যও স্বাস্থ্যকর হতে পারে।





Post a Comment