গুপ্তধন! ১৮,০০০ বছরের পুরোনো একটি সারমেয়কে পাওয়া গেল অক্ষত অবস্থায়!...
Odd বাংলা ডেস্ক: সাইবেরিয়ার চির হিমায়িত অঞ্চল বিভিন্ন সময়ে হিমশীতল 'গুপ্তধন' খুঁজে পাওয়ার জন্য বিখ্যাত হয়ে আছে। উলি ম্যমথের নমুনা থেকে ৪২,০০০ বছরের পুরনো অশ্ব শাবক থেকে শুরু করে নেকড়ের মাথাও অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল। এও কিন্তু একপ্রকারের গুপ্তধনই বটে।
আর এবার সাইবেরিয়ার চির হিমায়িত অঞ্চল থেকে আবিষ্কৃত হল প্রায় ১৮,০০০ বছরের পুরনো একটি কুকুরছানার দেহ। জানা গিয়েছে, কুকুরছানাটির বয়স মাত্র ২ মাস। আর তার দেহটি রয়েছে একেবারে অক্ষত অবস্থায়। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার তরফে প্রকাশিত খবরে বলা হয়েছে ছোট্ট ওই কুকুরছানাটির গোঁফ, চোখের পাতা, নাক এবং দুধের দাঁত সবই একইরকম রয়েছে।
We now have some news on the 18,000 year old #wolf or #dog puppy.— Centre for Palaeogenetics (@CpgSthlm) November 25, 2019
Genome analyses shows it's a male. So we asked our Russian colleagues to name it...
Thus, the name of the puppy is Dogor!
Dogor is a Yakutian word for "friend", which seems very suitable. pic.twitter.com/epIz8mEpVW
তবে ছোট এই প্রজাতির প্রাণীটি আদকে কুকুর নাকি নেকড়ের ছানা সেই নিয়ে ধন্দে রয়েছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গেল গবেষকরা ওই প্রাণীটির মৃত্যুর কারণ সম্পর্কেও এখনও নিশ্চিত হতে পারেননি। তার শরীরে কোনও ক্ষতও পাওয়া যায়নি। তবে আদতে ওই ছোট্ট ছানাটি কুকুরের ছানা নাকি নেকড়ের ছানা, তা জানতেই তার নমুনাটি সুইডেন সেন্টার অব প্যালেয়জেনেটিক্স-এ পাঠানো হয়েছে।




Post a Comment