দিনে টানা ৯ঘণ্টা ঘুমোলেই ১ লক্ষ টাকা বেতন দেবে এই কোম্পানি...গল্প নয়, সত্যি!
Odd বাংলা ডেস্ক: জানেন কি নাসা তার মহকাশ গবেষণার অংশ হিসাবে বিজ্ঞানীদের ২মাস ধরে কেবল বিছানায় শুয়ে থাকার জন্য ১৯,০০০ ডলার (ভারতীয় মুদ্রায় ১৪ লক্ষ টাকা)দিয়ে থাকে। তবে এবার বেঙ্গালুরুভিত্তিক একটা সংস্থা নিয়ে এল এক অভিনব চাকরির সুযোগ। আপনি যদি ঘুম-পাগল হয়ে থাকেন তাহলে এ চাকরি কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছে।
বেঙ্গালুরু-ভিত্তিক একটি অনলাইন স্লিপ সলিউশন ফার্ম 'ওয়েকফিট' (Wakefit) ১০০ দিন ধরে প্রতিদিন ৯ ঘণ্টা করে ঘুমের জন্য আপনাকে এক লক্ষ টাকা দিতে প্রস্তুত। নির্বাচিত প্রতিনিধিরা কোম্পানীর দেওয়া মাদুরেই ঘুমোবে এবং একটি ফিটনেস এবং স্লিপ ট্র্যাকার পাবেন এবং বিশেষজ্ঞদের তরফে কাউন্সিলিংও করাতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রতিনিধিদের আগে থেকে একটি ভিডিও বানিয়ে পাঠাতে হবে যেখানে ঘুমের প্রতি তাদের ভালবাসা স্পষ্ট করে বোঝাতে হবে।
তবে কেন এমন অদ্ভুত চাকরি! স্লিপ সংস্থার তরফে বলা হয়েছে যে, তাদের মূল লক্ষ্য হল সাধারণ মানুষকে আরও বেশি করে ঘুমোতে অনুপ্রেরণা দেওয়া। জীবন এখন যেভাবে দ্রুত গতিতে এগোচ্ছে তাতে করে মানুষের চোখ থেকে ঘুম এখন প্রায় উড়েই গিয়েছে। যার ফলে মানুষের স্বাস্থ্যের ওপর তার বিরুপ প্রভাব পড়ছে। কোম্পানির তরফে আরও বলা হয়েছে যে, তাঁরা দেশের সেরা ঘুম-প্রেমীদের জন্য অপেক্ষা করছেন, যাদের কাছে ঘুমই জীবনে অগ্রাধিকার পায়।
ওয়েকফিট-এর ওয়েবসাইটে এই চাকরির যাবতীয় বিবরণ লেখা রয়েছে। যেখানে-
- আপনার কাজ কি? -ঘুমোনো
- ড্রেস কোড- পায়জামা
- প্রয়োজনীয় দক্ষতা- ঘুমের জন্য আপমার আবেগ কতখানি এবং সামান্য সুযোগের মধ্যেই কত সহজে আপনি ঘুমিয়ে পড়তে পারেন তা দেখা। আর ১০০দিন ধরে এই কাজ যদি আপনি ঠিকঠাক করে করতে পারেন তাহলে কোম্পানি আপনাকে ১ লক্ষ টাকা পুরস্কার দেবে। তাহলে আর দেরি কীসের? চট করে ঘুমিয়ে পড়ুন।





Post a Comment