রাস্তায় ট্রাফিক জ্যামে জর্জরিত, তাই নিজের জন্য হেলিকপ্টার বানালেন এই ব্যক্তি!
Odd বাংলা ডেস্ক: ভারতের মতো ইন্দোনেশিয়ার ট্রাফিক জ্যামও কিন্তু পৃথিবা বিখ্যাত। নিজের গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছনোর জন্য প্রতিদিন কার্যত চর্কিপাক খান ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ। তবে এবার এসব ঝঞ্ঝাটের উর্ধে উঠে এক ব্যক্তি কিনা বানিয়ে ফেললেন একটা আস্ত হেলিকপ্টার!
ইন্দোনেশিয়ার সুকাবুমি শহরের বাসিন্দা জুজুন জুনেদী জানিয়েছেন, শহরের যানজট ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সামান্য দূরত্বের রাস্তা অতিক্তম করতে গিয়ে ট্রাফিক জ্যামেই অর্ধেক পেট্রল ফুরিয়ে যায়। সেইসঙ্গে সময়ের অপচয় তো রয়েছেই। ফলে প্রয়োজনীয় কাজে দেরি হয়ে যাচ্ছে। আর সেই কারণেই আজ থেকে প্রায় ১৮ মাস আগে নিজের প্রচেষ্টায় একটি হেলিকপ্টার তৈরির কাজ শুরু করেছিলেন জুজুন জুনেদী।
তাঁর নিজের একটি অটো সারানোর দোকান রয়েছে, তাই সেখান থেকে কিছু কাঁচামাল নিয়ে আর কিছু যন্ত্রাংশ কিনে তা দিয়ে হেলিকপ্টার তৈরি করতে শুরু করেন তিনি। গত ১৮ মাসে এর জন্য তাঁর খরট হয়েছে ৩০ মিলিয়ন রুপিয়া্ (২,১০০ মার্কিন ডলার)। জুনেদীর ছোট ছেলে এবং তার প্রতিবেশীর সহায়তায় ৮ মিটার (২৬ ফুট) লম্বা একটি পেট্রল-চালিত হেলিকপ্টার তৈরি করেছেন। ইতিমধ্যেই বিপুল অর্থ খরচ হয়ে গিয়েছে তাঁর। জুনেদীর স্ত্রীর দাবি, তাদের সবকিছু যদি হেলিকপ্টার তৈরিতে খরচ হয়ে যায়, তাহলে তাদের জন্য আর কিছু অবশিষ্ট থাকবে না। জুনেদীর হেলিকপ্টার আকাশ ছুঁতে পারবে কি না, তা এখন সময়ের অপেক্ষা।





Post a Comment