'নেহাত আপনি মহিলা। নাহলে...' অভিযুক্তকে জামিন না দেওয়ায় বিশ্রি ভাষায় মহিলা ম্যাজিস্ট্রেটকে হুমকি দিল আইনজীবীরা


Odd বাংলা ডেস্ক: এক অভিযুক্তকে দেওয়া হয়নি জামিন, আর তার জন্য এক মহিলা ম্যাজিস্ট্রেটকে তার চেম্বারের দরজা বন্ধ করে হুমকি দিয়েছে ১২ জন আইনজীবি। এমন  নক্কারজনক ঘটনা ঘটেছে কেরলের তিরুবনন্তপুরমে। সেখানকার একজন ফার্স্ট ক্লাস মহিলা ম্যাজিস্ট্রেটকে বিশ্রিভাষায় হুমকি দেওয়া হয় বলে খবর। রাজ্য পরিচালিত এক বাসের চালককে জামিনে মুক্তি না দেওয়ার জন্য তাকে ছত্রভঙ্গ করে দেওয়ার অভিযোগে ১২ জন পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। 

তিরুবনন্তপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দীপা মোহন থানায় এফআইআর দায়ের করে বলেছেন, অভিযুক্তের আইনজীবিরা তাঁকে বলেছেন যে, 'নেহাত আপনি মহিলা। তা না হলে আপনাকে চেম্বার থেকে টেনে বের করে বাইরে নিয়ে গিয়ে মারধর করা হত।' এমন ঘৃণ্য কাজের অভিযোগ উঠেছে বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারির বিরুদ্ধেও। 

এফআইআর-এ আরও বলা হয়েছিল, আদালত চত্ত্বর ছেড়ে চলে যেতে। কারণ যতক্ষণ না তাদের মামলার প্রসঙ্গে কোনও সিদ্ধান্ত না নেওয়া হচ্ছে ততক্ষণ আদালতে কোনও কাজকর্ম হবে না। একজন সরকারি কর্মচারীকে জোর করে তার কাজে বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন ওই ম্যাজিস্ট্রেট। 

কর্মক্ষেত্রে বিভিন্নভাবে মহিলাদের হেনস্থার খবর সামনে এসেছে। তবে এবার প্রকাশ্যে এক মহিলা ম্যাজিস্ট্রেটকে ভরা সভায় এইভাবে অপমান করার অভিযোগে ফের কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। 
Blogger দ্বারা পরিচালিত.