খুশকির সমস্যায় জেরবার? এই ঘরোয়া উপায় খুশকি তাড়ান মাত্র এক মাসেই
Odd বাংলা ডেস্ক: মাথায় খুশকির সমস্যায় নাজেহাল হন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বিশেষ করে শীতকালে খুশকির সমস্যা যেন অনেকগুণ বেড়ে যায়। তাই ঘরে বসেই সহজ কয়েকটি উপায় অবলম্বন করলেই খুব সহজেই কিন্তু খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
১) প্রথমেই শ্যাম্পু বদলে ফেলুন। খুশকিনাশক শ্যাম্পু জিংক পাইরিথিওন (Zinc pyrithione) যুক্ত শ্যাম্পু সপ্তাহে একদিন করে একমাস ব্যবহার করুন।
২) মাথায় তেল লাগানোর অভ্যাস থাকলে, আজই সে অভ্যেস ত্যাগ করুন।
৩) আপনার স্ক্যাল্প যদি ড্রাই হয় তাহলে শ্যাম্পু করার আগের দিন রাতে অথবা শ্যাম্পু করার দুই ঘন্টা আগে অলিভ অয়েল লাগাতে পারেন।
৪) মেথি সারারাত ভিজিয়ে রেখে সকালে বেটে নিয়ে তার সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে লাগান। ২ ঘন্টা এইভাবে রেখে দেওয়ার পর শ্যাম্পু করে নিন।
৫) চায়ের লিকার ঘন করে তাঁর সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে আধ ঘন্টা লাগিয়ে রাখুন। তারপর ভাল করে শ্যাম্পু করে নিন।
৬) ১কাপ টক দইয়ের সঙ্গে ১ কাপ জল ভালভাবে মিশিয়ে মিশ্রণটি চুলের গোড়ায় ভাল করে লাগান। এইভাবে আধ ঘণ্টা পর শুধু জল দিয়ে ভাল করে ধুয়ে নিন। পরের দিন শ্যাম্পু করুন।
৭) আমলকির গুঁড়োর সঙ্গে জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন, এবার সেই পেস্টটি স্ক্যাল্পে লাগান। ১ঘন্টা এইভাবে রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।
৮) অ্যালোভেরা রস কিন্তু খুশকি দূর করতে দারুণ ভূমিকা পালন করে। খুশকির ফলে মাথায় চুলকানির সমস্যা দূর করতেও অ্যালোভেরার রস বিশেষভাবে কার্যকরী।





Post a Comment