রণবীরের জন্য দীপিকাকে নিজের সতীন বললেন অর্জুন কাপুর, কারণ জানলে হাসি থামবে না
Odd বাংলা ডেস্ক: বলি ছবি গুন্ডে-তে তাঁদের একসঙ্গে দেখতে পেয়েছিল দর্শকরা। তাঁরা হলেন রণবীর সিং আর অর্জুন কাপুর। এরপর সঞ্জয় লীলা বনশালীর পিরিয়ড ছবিতে যথেষ্ট ভাল কাজ করেছেন বেফিকর অভিনেতা রণবীর সিং। তবে তার থেকেই কি পিরিয়ড ছবিতে অভিনয়ের পরামর্শ নিয়েছেন অর্জুন কাপুর?
একেবারেই না। নিজেই সেকথা স্বীকার করেছেন অর্জুন কাপুর। তাঁর কথায় রণবীর সিং-এর দৃষ্টিভঙ্গি সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে মেলে, আশুতোষ গোয়ারিকররে সঙ্গে নয়, তাই তার সঙ্গে অভিনয়ের বিষয়ে আলোচনার প্রশ্নই আসে না।
একটা সাক্ষাতকারে অর্জুন কাপুর বলেছেন, আশুতোষ গোয়ারেকর এবং সঞ্জয় লীলা বনশালী-দুজনেরই ছবি তৈরি করার একদা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে, তাঁদের দুজনের কাজকেই খুব শ্রদ্ধা করেন অর্জুন। রণবীর সিং-এর সঙ্গে কথা বললে তিনি যে ধরণের আইডিয়া দিতেন তাতে করে সঞ্জয় লীলা বনশালীর দৃষ্টিভঙ্গির অনেকটা ছাপ থাকত। তবে বন্ধু রণবীরের প্রশংসা করতেও কার্পণ্য করেননি অর্জুন। মজা করে তিনি বলেছেন রণবীর এখনও তাঁকে বড় বড় ভয়েস মেসেজ পাঠান, তার গালেও চুমু খান। তাঁদের মধ্যেকার বন্ধুত্ব এখনও একইরকম আছে। বরং তিনি রণবীরের স্ত্রী দীপিকাকে বলবেন যে তিনি তাঁর সতীন।





Post a Comment