দবং ৩-এর গানের দৃশ্য নিয়ে আপত্তি তুলল কট্টর হিন্দুপন্থীরা, কী রয়েছে সেই দৃশ্যে, দেখুন ভিডিও
Odd বাংলা ডেস্ক: পরিয়ড ড্রামাই হোক বা নির্ভেজাল মশলা ছবি, বলিউডে সিনেমা মুক্তি পাওয়ার আগে তাকে নিয়ে বিতর্ক শুরু হওয়া নতুন কিছু নয়। প্রায়শই ছবি নিয়ে বাকবিতণ্ডা পৌঁছায় আদালত পর্যন্ত। পদ্মাবত মুক্তির আগে তা নিয়ে কিন্তু কম বিকর্ত হয়নি। তবে এবার সেই একই জটিলতা সৃষ্টি হল সলমন খানের পরবর্তী ছবি 'দবং ৩'।
কট্টর হিন্দুপন্থীরা দাবি করেছেন, এই ছবির টাইটেল ট্র্যাক 'হুড হুড দবং দবং' গানটি যেভাবে দৃশ্যায়িত হয়েছে তা ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। এমনই দাবি হিন্দু জনজাগ্রুতি সমিতির। প্রভুদেব পরিচালিত এই ছবি চলতি বছরে বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে, কিন্তু হিন্দু জনজাগ্রুতি সমিতি সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন-এর কাছে আবেদন জানিয়েছে যাতে এই ছবিকে সার্টিফিকেট না দেওয়া হয়।
জনজাগ্রুতি সমিতির দাবি, ছবির টাইটেল ট্র্যাকে একটি দৃশ্যে দেখা গিয়েছে জটাধারী সন্ন্যাসীদের সঙ্গে নাচছেন সলমন খান। এই দৃশ্যে সন্ন্যাসীদের অবমাননা করেছে। পাশাপাশি গানের আর একটি দৃশ্যে দেখা গিয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব-এর বেশ ধরে তিনজন আশীর্বাদ করছেন সলমনকে। এই দৃশ্য নিয়েও আপত্তি তুলেছেন তাঁরা।





Post a Comment