বানরের হাত থেকে ফসল বাঁচাতে কুকুরকেই বাঘ সাজালেন কৃষক!
Odd বাংলা ডেস্ক: বেশ কিছুদিন ধরে বানরের উপদ্রবে কার্যত অতিষ্ট হয়ে উঠে কর্ণাকের কৃষকদের জীবন। অসহায় কৃষকদের সাধেকর ফসল ধ্বংস করত তারা। কৃষকরা এই বানরদের জব্দ করার জন্য কোনও উপায়ই খুঁজে পাচ্ছিল না।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, শিবমোগগায় মালনাদ অঞ্চলে বানরদের উৎপাতের হাত থেকে বাঁচতে এক অদ্ভুত উপায় খুঁজে বের করেছেন কর্ণাটকের কৃষক শ্রীকান্ত গৌড়া। তিনি তাঁর পোষ্য কুকুরগুলিকে বাঘের মতো রঙ করে দিয়েছেন। বানর জব্দ করার জন্য এর থেকে ভাল উপায় মাথায় আসেনি তাঁর।
সারমেটয়টির মনিবের কথায়, উত্তর কন্নড় গিয়ে চার বছর আগে তিনি বানরদের ভয় দেখানোর জন্য অনেক কৃষককে নকল বাঘ (পুতুল) ব্যবহার করতে দেখেছিলেন। ভাটকলের এক কৃষক তাঁর ফসল বাঁচানোর জন্য বাঘের পুতুল ব্যবহার করত, এবং তাতেই কিন্তু ভয় পেয়ে যেত বানররা। শ্রীকান্ত গৌড়ার কথায় এই বুদ্ধি কিন্তু খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। আর তারপরই নিজের পোষ্য সারমেয়কেই বাঘ সাজিয়ে বানরদের জব্দ করার ফন্দি আঁটেন।
এরপর হেয়ার ডাই ব্যবহার করে কুকুরের গায়ে বাঘের ছাপ এঁকে দেন তিনি। এই রঙ এক মাসের মতো স্থায়ী হয়। সেইসঙ্গে তাঁর ক্ষেতের গায়ে বাঘের পোস্টারও আটকেছেন। যদি ও অবলা জন্তুদের গায়ে এমন আঁকিবুকি করা কতখানি যুক্তিসঙ্গত, সেই প্রশ্নই তুলছেন নেটিজেনরা।




Post a Comment