অবশেষে পাকিস্তানেও শুরু ছাত্র আন্দোলন, জন্ম হল আর এক কানহাইয়া কুমারের
Odd বাংলা ডেস্ক: প্রত্যেকটা দেশেই ছাত্র আন্দোলনের প্রকৃতি হয়তো কিছুটা একই রকমের হয়। যেমনটা এখন পাকিস্তানে দেখা যাচ্ছে। ৩১ অক্টোবর সিন্ধ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা হস্টেলে জলাভাবের প্রতিবাদে বিক্ষোভ করেন। তার জেরে ১৭ জন ছাত্রের বিরুদ্ধে ‘পাকিস্তান বিরোধী’ স্লোগান দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। হোস্টেল ইনচার্জ ওই ছাত্রদের শনাক্ত করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশের দাবি ছিল, ওই পড়ুয়ারা সরকারের বিরুদ্ধে স্লোগান তুলেছিল। যদিও সেই আন্দোলনের ভিডিও সামনে আনা হয়নি। দিন কয়েক আগে থেকেই সিন্ধ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ শিক্ষা-সমাজ ও সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আন্দোলনে সামিল হয়েছেন। ইমরান সরকারের বিরুদ্ধে ‘আজাদি’র স্লোগানও উঠেছে মুর্হূমুর্হূ। আজ শুক্রবার গোটা লাহোর জুড়ে প্রতিবাদ মিছিল করেছেন ‘প্রোগ্রেসিভ স্টুডেন্টস কালেক্টিভ’ নামে ওই ছাত্র সংগঠনের পড়ুয়ারা। আন্দোলনের রেশ ছড়িয়েছিল পাকিস্তানের আরও ৫০টি শহরে।
sarfaroshi kī tamanna ab hamare dil mein hai
dekhna hai zor kitnā baazu-e-qatil mein hai #Lahore #faizfestival2019 pic.twitter.com/zGdL8uU11W
— Shiraz Hassan (@ShirazHassan) November 17, 2019
কালো জ্যাকেট পরা ওই ছাত্রীই ছিলেন এদিন প্রতিবাদের মুখ। নাম আরুজ ঔরঙ্গজেব। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশনের ওই ছাত্রীর মুখে ছিল স্লোগান ‘সরফরোশি কি তামান্না’, তাঁর ভঙ্গিও মনে করিয়ে দিয়েছে জেএনইউ-এর কানহাইয়া কুমারকে।





Post a Comment