সাতসকালে ফারাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৬, আহত বহু


Odd বাংলা ডেস্ক: শনিবার সকালে ফারাক্কার এনটিপিসি মোরে ঘোলাকাদির কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি বাসের সঙ্গে একটি তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্যাঙ্কার চালক ও বাস চালকের মৃত্যু হয়েছে। আহত ১২জন স্থানীয় বেনিয়াগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, বেসরকারি বাসটি শিলিগুড়ি থেকে বহরমপুর যাচ্ছিল। আর ওই তেলের ট্যাঙ্কারটি কলকাতা থেকে আসাম যাচ্ছিল। মৃত বাস চালকের নাম অজয় সিং এবং মৃত তেল ট্যাঙ্কারের চালকের নাম সোনু কুমার বলে পুলিশ সূত্রে খবর।
Blogger দ্বারা পরিচালিত.