পরিবেশবান্ধব বিয়ে! কার্ড নয়, চারা গাছ দিয়ে অতিথিদের আমন্ত্রণ জানালেন নবদম্পতি


Odd বাংলা ডেস্ক: বিশ্ব উষ্ণায়ণ নিয়ে সারা বিশ্ব যখন একত্রিত হয়েছে, তখন আপনার নেওয়া কোনও ছোট পদক্ষেপই পারে কোনও বড় আন্দোলনের ঢেউ তুলতে। যত দিন যাচ্ছে সাধারণ মানুষর মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাচ্ছে। গত বছর মুম্বইয়ের এক দম্পতি নিজেদের বিয়ের অনুষ্ঠান সাজিয়েছিল পুনর্ব্যবহারযোগ্য বিভিন্ন জিনিসের সাহায্যে। আর এবার ভোপালের এক দম্পতি নিজেদের বিয়েতে আমন্ত্রণপত্র হিসাবে কোনও কার্ড ছাপায়নি বরং তাঁরা সবাইকে একটি করে গাছে উপহার দিয়েছেন। সেই গাছের টবে নিজেদের নাম খোদাই করে দিয়েছে। 

প্রথমে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, বিয়ের কার্ড ছাপানো হবে না, তখন সকলে খুবই অবাক হয়েছিল যে, বিয়ের কার্ড যদি ছাপান না তাহলে অতিথিদের আমন্ত্রণ জানানো হবে কীভাবে। আর সেইকারণে ই-কার্ডের বন্দোবস্ত করেছিল তাঁরা। আর সেইসঙ্গে নবদম্পতি ঠিক করে যে তারা আগত সকল অতিথিদের একটি করে ১০ মাসের চারাগাছ উপহার দেবেন, যে গাছগুলি খুব সহজেই তিন থেকে চার বছর বাঁচবে। 

প্রত্যেকটি গাছের জন্য তাদের খরচ হয়েছে ৬৮ টাকা করে, যা এক-একটি ডিজাইনার কার্ডের দামের সমান। এমন পরিবেশবান্ধব বিয়ের আয়োজন করে রীতিমতো তাক লাগিয়ে দি য়েছেন এই নবদম্পতি।
Blogger দ্বারা পরিচালিত.