অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন, আর করবেন না অভিনয়


Odd বাংলা ডেস্ক: ভারতীয় সিনেমার ইতিহাসে তাঁর নাম চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারতীয় সিনেমার সবচেয়ে বড়ো সুপার্স্টার হচ্ছেন তিনিই। কিন্তু বয়সের ভারে তিনি এখন অনেকটাই ক্লান্ত। কিছুদিন আগেই হাসপাতাল থেকে ফিরেছেন বিগ বি। তারপরে যোগ দিয়েছেন ব্রহ্মাস্ত্রের শ্যুটিংয়ে। এই শ্যুটিংয়ের জন্য গাড়িতে করে সেই মানালি অবধি যেতে হয়েছে তাঁকে। 

সেখানে আগে থেকেই রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতে অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন অমিতাভ। মানালি পৌঁছে নিজের ব্লগে সেখানকার সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন অমিতাভ। ব্লগে তিনি লিখেছেন, “চারদিকে সতেজতার গন্ধ….. শীতের আমেজ….. পরিষ্কার-সুন্দর বাতাস…. এখন ভোর ৫টা বাজছে…. গোটা রাস্তাটা জুড়েই আনন্দে এলাম…. ছোট শহরের সহজ আপ্যায়ণ মুগ্ধ করেছে…. আমরা তাঁদের মতো সরল ও সৎ কখনওই হতে পারব না।” তারপরেই সেই ব্লগে তিনি লিখেছেন যে তাঁর শরীর খুব একটা তাঁকে সাপোর্ট করছে না।  মানালি পর্যন্ত যাত্রার পরেই নাকি তাঁকে শরীর সিগন্যাল পাঠিয়েছে যে আর বেশিদিন নেই তাঁর কাছে।   
Blogger দ্বারা পরিচালিত.