সরকারি কর্মচারদের জন্য সুখবর, অবসর গ্রহণের বয়স কমানো নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার
Odd বাংলা ডেস্ক: সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫৮ বছর করা হতে পারে এমনই জল্পনা চলছিল, তবে বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এখনই অবসর গ্রহণের বয়স কমিয়ে আনা প্রসঙ্গে কোনও প্রস্তাব নেই।
সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় একটি লিখিত জবাবে জানিয়েছেন, এই মুহূর্তে অবসর গ্রহণের বয়স কমিয়ে আনার কোনও প্রস্তাব নেই। তিনি আরও বলেন, মৌলিক বিধি ৫৬(জে), কেন্দ্রীয় সিভিল সার্ভিস নীতিমালার ৪৮ নম্বর ধারা, ১৯৭২ এবং অল ইন্ডিয়া সার্ভিসেস (মৃত্যু তথা অবসরকালীন বেনিফিট) বিধি, ১৯৫৮- প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের নির্ধারিত সময়ের আগে অবসরগ্রহণ করানোর পূর্ণ অধিকার রয়েছে। সেক্ষেত্রে তিন মাসের নোটিশ দিতে হবে।
তবে এই ধরনের পদক্ষেপ কেবল গ্রুপ এ ও গ্রুপ বি কর্মী বা অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। প্রসঙ্গত, কর্মক্ষেত্রে কাজের গতি বাড়াতে অবসর গ্রহণের বয়স কমিয়ে আনার কথা ভাবছিল কেন্দ্রীয় সরকার। তবে আপাতত তা সেই বিষয়ে কোনও প্রস্তাব নেই।





Post a Comment