প্রথম কাজ তেলুগু ছবিতে, এক অবাঙালি যেভাবে বাংলার ঘরের ছেলে হয়ে গেল


Odd বাংলা ডেস্ক: জিতেন্দ্র মদনানী, বাঙালিরা প্রথমে তাঁকে দেখে কিছুটা নাক উঁচুই করেছিল। গৌর বর্ণ, টিকালো নাক এটাতো বাঙালির চেহারা নয়! কিন্তু অবাঙালি পরিবারের সেই ছেলেই এক সময় বাঙালির মনের মানুষ হয়ে উঠল। জিৎ প্রথমে সেন্ট জোসেফ এন্ড মারি স্কুল, নিউ আলিপুর ও পরে ন্যাশনাল হাই স্কুলে পড়াশোনা করেন। ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে গ্র্যাজুয়েট হন। এরপরে তিনি তার পরিবারের ব্যবসায় যোগদান করেন। কিন্তু সৃজনশীলতা থেকে তিনি কোনোদিনই দূরে থাকতে পারেননি।  বেশ কয়েক বছর মুম্বইয়ে থেকেছেন। ২০০১ সালের অক্টোবরে তিনি আবার কলকাতায় আসেন এবং পরিচালক হারানাথ চক্রবর্তীর কাছ থেকে দেখা করার প্রস্তাব পান এন.টি.ওয়ান. স্টুডিওতে। তার কাছ থেকে তিনি ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত সাথী ছবিতে অভিনয়ের প্রস্তাব পান এবং এই ছবির দৃশ্যায়ন শুরু হয় ১৫ জানুয়ারি, ২০০২ থেকে। এই ছবি জিৎকে বাংলা ছবির জগতে এক বিশেষ স্থান করে দেয়। তার স্বাভাবিক কিন্তু ভাষাসমৃদ্ধ অভিনয় দ্রুতই তাকে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে স্থান করে দেয়। অবাঙালি ছেলেটি অচিরেই বাঙালিদের ঘরের ছেলে হয়ে ওঠে। তবে অনেকেই হয়তো জানেন না জিৎ কিন্তু মঞ্চেও বেশ কিছু অভিনয় করেছিলেন। মুম্বইয়ে থাকাকলীন যখনই তিনি কলকাতায় আসতেন তখনই প্রসেনিয়াম আর্ট সেন্টার নামক এক প্রতিষ্ঠানে তিনি অভিনয় করতেন। যাঁর মধ্যে আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যান অ্যাট দ্য ফ্লোর অন্যতম। তাঁর প্রথম সিনেমা একটি তেলুগু ছবি। ছবির নাম চাঁন্দ্রু।   
জিৎ-এর প্রথম তেলেগু ছবি চাঁন্দ্রু
Blogger দ্বারা পরিচালিত.