জন্মদিনেই প্রকাশ্যে এল 'অসুর'-এর টিজার, রামকিঙ্কর বেইজের প্রতি শ্রদ্ধা এই ছবি


Odd বাংলা ডেস্ক: আসছেন মা দুর্গা। এই অকালেই হবে তাঁর বোধন। হবে অসুর বধ। আর তার ট্রেলার চলে এল শনিবারেই। পাভেলের পরবর্তী ছবি অসুরের কথা সবাই জানেন। বিয়ের পর অসুর দিয়েই ফিরছেন নুসরত জাহান। স্থাপত্যশিল্পী রামকিঙ্কর বেইজের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ছবি।

Blogger দ্বারা পরিচালিত.