নাম-বয়স এক, 'ভুলবশত' ভুল রোগীর শরীরে বসানো হল কিডনি!


Odd বাংলা ডেস্ক: একটি প্রাণঘাতী ভুলের জন্য, ভুল রোগীর শরীরে প্রতিস্থাপন করা হল কিডনি! এমন ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে। একই নাম এবং একই বয়সের দুজন আলাদা আলাদা রোগী। আর তাই 'ভুলবশত' ভুল ব্যক্তির শরীরে কিডনি প্রতিস্থাপন করল হাসপাতাল। ঘটনার জেরে উঠেছে তীব্র সমালোচনার ঝড়। 

কিডনি ট্রান্সপ্লান্টের একদিন পর ভার্চুয়া আওয়ার লেডি অফ লওরডেস হাসপাতালের এক কর্মীর নজরে আসে বিষয়টি। হাসপাতালটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। কিডনি ট্রান্সপ্লান্ট ম্যাচিং লিস্টে যাঁর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে তাঁর নামটি অনেকটাই নীচে ছিল। যার ফলে পরে সেখান থেকেই ধরা পড়ে যে ঘটে গিয়েছে বিরাট বড় দুর্ঘটনা। ভুলবশত তাঁর শরীরেই কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। 

যদিও এই ঘটনার যাবতীয় দায় নিজের কাঁধে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, এবং তারা গোটা বিষয়টি ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে যার শরীরে ভুল করে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে, তিনি এখন সুস্থ রয়েছেন, অন্যদিকে আসলে যে রোগীর শরীরে কিডনি প্রতিস্থাপনের কথা ছিল তাঁরও অস্ত্রপোচার করা হয়েছে, তিনি এখনও সুস্থ রয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.