ঝাড়খণ্ডে বেজে গিয়েছে ভোটের বাদ্যি, ৮১টি আসনে চলছে ভোটগ্রহণ পর্ব
Odd বাংলা ডেস্ক: শুরু হয়ে গিয়েছে ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন ২০১৯-এর প্রথম দফার ভোটগ্রহণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শনিবার প্রথম দফায় রাজ্যের ৮১টি বিধানসভা আসনে সকাল ৭টা থেকে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া।
কড়া পুলিশি নিরাপত্তার বেষ্টনীতে ছাতরা, গুমলা, বিষ্ণুপুর, লোহারডাঙা, মানিকা, লাতেহার, পানকি, ডালটনগঞ্জ, বিষরামপুর, ছত্তরপুর, হুসেনাবাদ, গাড়োয়াল ও ভগবন্তপুরে চলছে ভোটগ্রহণ পর্ব। প্রথম দফার ভোটে মোট ভোটারের সংখ্যা ৩৭,৮৩,০৫৫। এর জন্য মোট ৪৮৯২টি ভোট কেন্দ্র করা হয়েছে। যার মধ্যে ১৭৯০টি কেন্দ্র অতি স্পর্শকাতর এবং ১২০২টি বুথ স্পর্শকাতর বলে চিহ্নিত। ১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৮৯ জন প্রার্থী।
এদিনের ১৩ আসনের মধ্যে ১২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি এবং ১ আসনে নির্দল প্রার্থীকে সমর্থন করছে তারা। অন্যদিকে কংগ্রেস লড়ছে ৬টি আসনে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৪টি আসনে এবং ৩টি আসনে আরজেডি।
প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয়বার প্রধানমন্ত্রীত্বকালে মহারাষ্ট্র ও হরিয়ানার পর ঝাড়খন্ডে তৃতীয় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।




Post a Comment