অদ্ভুত অবতারে ইন্টারনেটে ছবি পোস্ট জ্যাকস ক্যালিসের, এখনও পর্যন্ত পেয়েছেন প্রায় ২৩ লক্ষ টাকা
Odd বাংলা ডেস্ক: ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার ক্রিকেটারদের কথা বললে প্রথমে যার নাম উঠে আসে তিনি হলেন জ্যাকস ক্যালিস। আইপিলএর সময়ে কলকাতা নাইট রাইডার্সের কোচিংও করেছেন ক্যালিস। আর এবার একটা সম্পূর্ণ অন্য কারণে সংবাদ শিরেনামে উঠে এলেন জ্যাকস ক্যালিস।
প্রসঙ্গত, গোটা মাস জুড়েই চলছে নো শেভ নভেম্বর। এর মূল উদ্দেশ্য ভুলে গিয়ে বেশিরভাগই দাড়ি ভরা গাল নিয়ে কায়দা করে ছবি দিতে ব্যস্ত। তবে এরই মধ্যে কিন্তু জ্যাকস ক্যালিস নিজের এক অদ্ভুত ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর অর্ধেক মুখে দাড়ি রয়েছে আর বাকি অর্ধেক মুখ পুরোপুরি কামানো।
অবশ্য তার এইরূপ অবতারের নেপথ্যে এক বিশেষ কারণ রয়েছে। জ্যাকস ক্যালিস সম্প্রতি দক্ষিণ আফ্রিকাতে একটি ক্যাম্পেন শুরু করেছেন, যার নাম 'সেভ দ্য রায় নো চ্যালেঞ্জ'। সারা বিশ্বজুড়ে গন্ডার বাঁচাতেই বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। তিনি নিজে জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনি তাঁর ক্যাম্পেন থেকে ২৩ লক্ষ ৩০ ৭৯৪ টাকা রোজগার করেছেন। গণ্ডারদের শৃঙ্গ পাচারের জন্য চোরাশিকারিদের হাত থেকে তাদের বাঁচাতেই এই অভিনব উদ্যোগ নিয়েছেন এই ক্রিকেট তারকা।





Post a Comment