ইংরেজদের শিক্ষা দিতে রোলস রয়েস গাড়ি কিনে সেটা দিয়ে রাস্তা ঝাড় দিয়েছিলেন এই রাজা
Odd বাংলা ডেস্ক: ভারতের রাজাকে অপমানিত হতে হয়েছিল ব্রিটিশদের কাছে প্রায় ১০০ বছর আগে, শুধুমাত্র গাড়ি কেনার জন্য। সময়টা ১৯২০ সাল, লন্ডনে এক ভারতীয় রাজা সাধারণ পোশাকে গোটা শহরটা পরিদর্শন করেছিলেন। হঠাৎ তিনি দেখতে পান বিখ্যাত গাড়ি কোম্পানি রোলস রয়েসের একটি শোরুম। ভারতীয় রাজা অবশ্য জানতেন ওই গাড়ির সম্পর্কে, যা ছিল বিলাসপ্রিয় এবং ব্যয়বহুল। সরাসরি ওই গাড়ির শোরুমে ঢুকতে গেলে সেখানকার দারোয়ান তাকে ঢুকতে বাধা দেয়। ভেবেছিল তিনি কোন ভিখারি, এমন দামি গাড়ি কেনার মত তার কোন সামর্থ্য নেই। অপমানিত হয়ে ভারতীয় রাজা ফিরে আসে নিজের হোটেলে।
হোটেলে ফিরেই তিনি তার মন্ত্রীকে দিয়ে সংবাদ পাঠান আলওয়ার শহরের মহারাজা আসছেন গাড়ি কেনার জন্য। এই ভারতীয় রাজার নাম জয় সিং। যথাসময়ে তিনি রাজকীয় পোশাকে সেখানে উপস্থিত হন ওই বিলাসবহুল গাড়ি কোম্পানির শোরুমে। তিনি দেখতে পান তার জন্য লাল রঙের কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র তার আগমনের জন্য। অতি সম্মানের সাথে তিনি ওই শোরুমে প্রবেশ করেন, এখানে বিক্রয়কর্মীরা দুই পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল।
শো রুমে ঢুকেই তিনি সাথে সাথে নগদ অর্থ দিয়ে ৬টি রোলস রয়েস গাড়ি কিনে নেন। এমনকি ডেলিভারি ব্যয় সহ পুরো নগদ অর্থ দিয়ে দেন। এরপর ওই শোরুমের দারোয়ান তাকে চিনতে পেরে লজ্জিত হয়ে মাথা নত করে। এই প্রতিশোধ রাজা মনে মনে পুষে রেখেছিলেন। ওই সমস্ত গাড়ি গুলি ভারতের পাঠানোর ব্যবস্থা করেন এবং পৌরসভা গুলিকে আদেশ দেন ওই ৬ টি ব্যয়বহুল গাড়ি গুলি শুধু ব্যবহার হবে আবর্জনা ফেলার কাজে। তার কথামতো আশেপাশে সমস্ত জঞ্জাল এবং আবর্জনা বহনের কাজে ব্যবহার করা হয়। এই খবর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে গেলে তখন রোলস-রয়েস এর মর্যাদা দ্রুত কমতে থাকে এবং তাদের কোম্পানি ব্যাপকভাবে ক্ষতির মুখোমুখি হয়। যে গাড়ি বিশ্বের অন্যান্য প্রান্তে অতি গর্বের সাথে মানুষ চালিয়ে বেড়াতো, যা ভারতে আবর্জনা ফেলার কাজে ব্যবহার হচ্ছে বলে তারাও সেই গাড়ি ব্যবহার করা বন্ধ করে দেয়। আর কোন ধনী ব্যক্তি ওই গাড়ি কিনতে চাইতেন না। এই সমস্ত ঘটনার আসল কারণটা জানতে পারেন রোলস রয়েস কোম্পানির মালিক। এই ঘটনা জানার পর, তখন ওই কোম্পানির গাড়ি মালিক ভারতের রাজা জয় সিংকে টেলিগ্রাম করে জানান। তার সাথে যে ঘটনা ঘটেছে তার জন্য তারা পুরোপুরি দুঃখিত এবং খুবই লজ্জিত। আর সেই গাড়িগুলি যাতে আবর্জনা ফেলার কাজে ব্যবহার না করা হয় সেই জন্য অনুরোধ করেন। এরপর ভারতীয় রাজা পৌরসভাগুলিকে আবর্জনা ফেলার জন্য নিষেধ করে দেন। এভাবেই ভারতীয় রাজা জয় সিং অপমানের বদলা নিয়েছিলেন।





Post a Comment