প্রেমপত্র লেখার অভিযোগে দুই ক্ষুদে পড়ুয়াকে বেঞ্চে বেঁধে মার শিক্ষকের
Odd বাংলা ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে| যেখানে দেখা যাচ্ছে, একটি স্কুলের বেঞ্চ, তার পাশে মাটিতে বসে আছে দু’টি বাচ্চা ছেলে। দুজনেরই হাত-পা দড়ি দিয়ে বাঁধা রয়েছে বেঞ্চের পায়ার সঙ্গে। স্কুলে ‘দুষ্টুমি’ করার জন্য এ ভাবেই শাস্তি দেওয়া হয়েছে ওই দুই খুদে পড়ুয়াকে! এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তির দাবিও তুলেছেন নাগরিক সমাজের একাংশ| বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার কাদিরি শহরে। সেখানকার মোসানপেট আপার প্রাইমারি স্কুলে পড়ে শাস্তি পাওয়া ওই দুই ছাত্র। এক জন তৃতীয় ও অন্য জন পঞ্চম শ্রেণিতে। ক্লাসের পড়াশোনায় নাকি মনযোগ ছিল না| ক্লাসে বসে তারা নাকি প্রেম পত্র লিখছিল| এমনই অভিযোগ তুলে তাদের বেঞ্চের পায়ায় বেঁধে শাস্তি দেওয়া হয়েছে|





Post a Comment