ভুয়ো বিয়ের নাটক করে 'মোস্ট ওয়ান্টেড' আসামীকে ধরিয়ে দিল এক মহিলা পুলিশ কর্মী!
Odd বাংলা ডেস্ক: প্রায় এক বছর ধরে খোঁজ চলছিল এক দাগি আসামীর। এক বছর ধরে প্রচেষ্টা চালানোর পর ভুয়ো বিয়ের ফাঁদে ফেলে অপরাধীকে ধরল পুলিশ বাহিনি। উত্তরপ্রদেশের মাহোবা জেলার বিজৌরি গ্রামের বাসিন্দা বালকৃষ্ণন চৌবের মাথার দাম রাখা হয়েছিল ১০,০০০ টাকা। কারণ চলতি বছরের অগাস্ট মাসে নওগাঁও এলাকায় একজনকে হত্যা করেছিল সে। খুনের মামলার পাশাপাশি ১৪টি অপরাধমুলক মামলায় তার নাম জড়িয়েছিল। একাধিকবার তার নাগাল পেলেও কোনও না কোনওভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে সে।
কিন্তু পুলিশ জানতে পারে যে, সম্প্রতি সে বিয়ে করার জন্য একটি মেয়ের সন্ধান করছিল। আর এই ছুতোয় তাকে ফাঁদে ফেলার জন্য এক মহিলা পুলিশকর্মীকে মোবাইলে তাকে যোগাযোগ করতে বলেন। এরপর পুলিশ দিল্লি সার্কেলের একটি সিমকার্ড যোগাড় করে, যে সিম কার্ডটি বুন্দেলখন্ডের এক মহিলার নামে ছিল। এরপর ওই মহিলা সাব-ইন্সপেক্টর ওই ফেন নম্বর থেকে চৌবেকে ফোন করেন এবং বলেন ভুলবশত তিনি ফোন করে ফেলেছেন।
এরপর চৌবে তাকে ঘুরিয়ে ফোন করে এবং জানতে চায় যে ওই মহিলা কোথা থেকে কথা বলছেন। এমনকী সেই ফোন নম্বরটি ভুয়ো বা কোনও ফাঁদ কি না তাও যাচাই করে দেখে চৌবে। সব কিছু যাচাই করে দেখার পর চৌবে নিজে থেকেই ওই মহিলা পুলিশ কর্মীকে ফোন করতে শুরু করেন। এইভাবে দুজনের দেখা-সাক্ষাতও শুরু হয়। এরপর চৌবেকে বিয়ের প্রস্তাব দেন ওই পুলিশকর্মী।
এরপর বৃহস্পতিবার বিজৌরি গ্রামের একটি মন্দিরে তাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেন। এরপর সাধারণ পোশাকে সেই মন্দিরে পৌঁছে যায় গোটা পুলিশ বাহিনি। চৌবের কিছু বুঝে ওঠার আগেই তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে প্রথমে আদালতে তোলা হয়, এবং তারপর পাঠানো হয় সংশোধনাগারে।





Post a Comment