এবার মেয়ের বিয়েতে সরকার দেবে ১০ গ্রাম সোনা


Odd বাংলা ডেস্ক: বিয়ের রেজিষ্ট্রেশন করার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য এবং বাল্য বিবাহ রুখতে অভিনব উদ্যোগ অসম সরকারের ৷ সম্প্রতি অরুন্ধতি গোল্ড স্কিম চালু করল অসম সরকার ৷ এই যোজনায় রাজ্যের তরফে বিয়েতে মেয়েদের ১০ গ্রাম সোনা উপহার দেওয়া হবে ৷ আগামী বছর জানুয়ারি থেকে চালু হতে চলেছে এই যোজনা ৷ রাজ্যের অর্থ জানিয়েছেন মন্ত্রী অরুন্ধতি গোল্ড স্কিমের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে ৷ কমপক্ষে দশম শ্রেণি পর্যন্ত পড়েছে এবং বিয়ের রেজিষ্ট্রেশন করেছে এমন মেয়েদের ১০ গ্রাম সোনার উপহার হিসেবে দেওয়া হবে ৷ এই সুবিধা পাওয়ার জন্য কনের পরিবারের আয় বছরে ৫ লক্ষ টাকার কম হতে হবে ৷ প্রথম বিয়ের ক্ষেত্রে ও স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ এ রেজিষ্টার করালেই অরুন্ধতি গোল্ড স্কিমের সুবিধা মিলবে ৷

Arundhati Gold Scheme এ সোনা সরাসরি দেওয়া হবে না ৷ রিয়ের রেজিষ্ট্রেশন ও ভেরিফিকেশন করার পর ৩০,০০০ টাকা কনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে ৷ এরপর সোনা কেনার বিল দেখাতে হবে ৷ সোনা কেনা ছাড়া এই টাকা অন্য কোনও কিছুতে ব্যবহার করা যাবে না ৷
Blogger দ্বারা পরিচালিত.