মানসিক হেনস্থার জের, মনোবিদ নিজেই করলেন আত্মহত্যা, গ্রেফতার স্বামী
Odd বাংলা ডেস্ক: বাইপাসের হাইল্যান্ড পার্কে মনোবিদ আলোকপর্ণা মিত্রের আগুনে পুড়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল তাঁর স্বামী সৌমিক মিত্রকে। বৃহস্পতিবার আবাসনের ফ্ল্যাটে সোফার উপরে উদ্ধার হয় আলোকপর্ণার দগ্ধ দেহ। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৯০ শতাংশ পোড়া শরীর নিয়ে। পরের দিনই মারা যান তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন বছর পঞ্চাশের আলোকপর্ণা।
কিন্তু আলোকপর্ণার ভাই অর্ণবের অভিযোগ, অনেক দিন ধরেই আলোকপর্ণার উপরে শারীরিক ও মানসিক অত্যাচার করতেন সৌমিক। এমনকি তাঁর দিদি একবার ঘর ছেড়ে চলেও গিয়েছিলেন বলে জানান তিনি। অর্ণব দাবি করেছেন, ঘটনার দিন সৌমিক যখন অর্ণবকে ফোন করে পুড়ে যাওয়ার খবর দেন, তখন তাঁর কণ্ঠস্বর অস্বাভাবিক শান্ত ছিল। তিনি এ-ও প্রশ্ন তুলেছেন, সোফার উপরে দিদির দগ্ধ দেহ থাকলে, কেরোসিনের বোতল রান্নাঘরে কেন ছিল।





Post a Comment