রিকি পন্টিং-এর হাতে ক্যামেরা দিয়ে, নিজের ছবি তোলালেন এক ভক্ত!
Odd বাংলা ডেস্ক: নিজের স্বপ্নের তারকার সঙ্গে একটা ছবি তোলার স্বপ্ন কার না থাকে! নিজের স্বপ্নের তারকা- তিনি ফিল্ম তারকাই হোন বা ক্রিকেট তারকা তাঁকে একবার সামনে পেলে তার সঙ্গে তোলা একটা ছবিই সারা জীবনের সম্বল।
প্রসঙ্গত, ক্রিকেট দুনিয়ায় এক অন্যতম নাম হল রিকি পন্টিং । অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়কের পদও সামলেছেন রিকি। আর তাঁর সামনে এক অস্ট্রেলিয়ার ক্রিকেট ভক্ত যা করলেন তা দেখে কার্যত হাসি পাবে আপনার। ওই একইসময়ে সেখানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট সঞ্চালিকা মেলানি ম্যাকলাফলিন। আচমকা ওই ক্রিকেট ভক্ত রিকি পন্টিং-এর হাতে দিলেন নিজের মোবাইল ফোন। সকলেই ভেবেছিলেন তাঁর সঙ্গেই হয়তো ছবি তুলতে চান তিনি। কিন্তু রিকিকে দিয়ে মেলানির সঙ্গে নিজের ছবি তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন ওই ভক্ত।
A fan walks up to Ricky Ponting and @Mel_Mclaughlin, asking for a picture...— #7Cricket (@7Cricket) November 29, 2019
And then hands the phone to Ricky so he can take the photo 😂 pic.twitter.com/PqXQ1xQlK0
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার অ্যাডেলাইডে, অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজ চলার মাঝেই। অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজে গোটা কমেন্ট্রি করার জন্য এসে উপস্থিত হয়েছিলেন, সেইসময়ে ছিলেন সঞ্চালকের ভুমিকায় ছিলেন মেলানি। তাই তাঁকে সামনে পেয়ে তাঁর সঙ্গে একবার ছবি তুলতে চান মেলানির ভক্ত। ছবিটি রতারাতি নেট দুনিয়ায় ভাইরাল হতেই উঠেছে হাসির রোল।




Post a Comment