'একলা চলো রে', ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী একা তরুণী, পুলিশের বিরুদ্ধে উঠল মারধরের অভিযোগ


Odd বাংলা ডেস্ক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বহুদিন আগেই লিখে গিয়েছিলেন 'যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে'।  তেলেঙ্গানায় পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডিকে গণধর্ষণ করে পুড়িয়ে মারাপ বিরুদ্ধে একাই প্রতিবাদী ২০ বছর বয়সী এক তরুণী। শনিবার সারাদিন সংসদের সামনে বসে থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন অনু দুবে নামে এক তরুণী। 

'Why I can't feel safe in my own Bharat'- লিখে প্ল্যাকার্ড হাতে নিয়ে সংসদের ২ এবং ৩ নম্বর ফটকেরল সামনে তিনি দাঁড়িয়েছিলেন বলে জানায় পুলিশ। তাঁকে যন্তর-মন্তরে গিয়ে তাঁর প্রতিবাদ চালাতে বলা হলে তিনি যেতে অস্বীকার করেন। এরপর তাঁকে পুলিশ ভ্যানে তুলে পার্লামেন্ট স্টেট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ারর সময়ে হাউ হাউ করে কাঁদতে দেখা যায় তাঁকে। 

এরপর তাঁর অভিযোগ এবং দাবির কথা জানতে চায় পুলিশের কর্মকর্তারা। তাঁর সমস্ত কথা শুনে তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। যদিও দিল্লি কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের অভিযোগ, ওই মহিলাকে পুলিশ মারধর করেছে। হায়দরাবাদের কাছে তেলেঙ্গানায় ঘটে যাওয়া এমন নৃশংস ধর্ষণের ঘটনায় যখন ওই মহিলা প্রতিবাদ করতে গিয়েছিলেন,তখন তাঁর কোনওরকম কথা না শুনে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ স্টেশনে অনু দুবের সঙ্গে দেখাও করতে যান বলে জানান তিনি। ছোট্ট মেয়েটি কার্যত ভীত। যাঁরা এই নির্মম পরিণতির বিরুদ্ধে কণ্ঠ তুলবেন তাদেরই এই পরিণতি হতে চলেছে!-এমনই প্রশ্ন তুলেছেন দিল্লি কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। 

Blogger দ্বারা পরিচালিত.