Holi 2025: রঙ খেললেই চুলের বিপদ, ত্বকও নষ্ট, তবে কী করবেন?
Odd বাংলা ডেস্ক: আর দিন কয়েক পরেই দোলযাত্রা। রং-এর উত্সবে রং খেলব না, তা কি হয়? কিন্তু দোলের আনন্দের সঙ্গে একটা চিন্তার কাঁটাও খচখচ করতে থাকে আমাদের মনে। দোল খেলার কারণ হাজারো রং-এর প্রলেপ পড়ে আমাদের ত্বক ও চুল দুটোরই বারোটা বেজে যায়। তবে এবার আর নয়। হ্যাপিমেট ফুডস লিমিটেডের প্রেসিডেন্ট ডা. অমিতাভ সরকার জানাচ্ছেন কী ভাবে দোলেও যত্ন নেবেন আপনার চুল ও ত্বকের।
* রং খেলতে যাওয়ার আগে অবশ্যই এসপিএফ ২০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করুন। ত্বকে পিগমেন্টেশন থাকলে আরও শক্তিশালী সানস্ক্রিন লোশন লাগাতে হবে। ত্বক রুক্ষ হলে প্রথমে সানস্ক্রিন লাগিয়ে কয়েক মিনিট পর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
* ত্বক ও চুল থেকে শুকনো রং ধুয়ে ফেলা খুব গুরুত্বপূর্ণ। দরকারে রং খেলার মধ্যেই মাঝে মাঝে রুমাল বা ওয়েট টিস্যু দিয়ে রং মুছতে থাকুন। রং খেলা হয়ে গেলে প্রথম ত্বকে ক্রিম বা তেল লাগান। তারপরে হালকা কোনও ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। এরপরে আবার ক্রিম বা বেবি অয়েল লাগান। গুড়ো রং ত্বক খুব শুকনো করে দেয়। তাই তাকে আর্দ্র রাখা জরুরি।
* রং খেলা হয়ে দেলে রং তোলার তাড়াহুড়োতে আমরা অনেকেই ত্বক ও চুলের ওপর অত্যাচার করি। এতে কিন্তু ত্বক ও চুলের আরও ক্ষতি হয়। দোলের পরে হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।





Post a Comment