Holi 2025: দোলের আগে চুল রাঙিয়ে নিন এইভাবে, বাড়িতেই তৈরি করে নিন প্রাকৃতিক হেয়ার কালার
Odd বাংলা ডেস্ক: চুলে রাসায়নিক মেশানো রঙ ব্যবহার করলে চুলের বারোটা বাজতে বেশি সময় লাগে না। তবে সামনেই হোলি, প্রাকৃতিক কিছু উপাদান দিয়েই রাঙিয়ে তুলতে পারেন নিজের চুল। তাতে চুল ড্যামেজ তো হবেই না, উপরন্তু চুলে পেয়ে যাবেন সুন্দর রঙিন চুল।
১) গাজরের রস- যদি চুলে লালচে রঙ করতে চান তাহলে গাছরের রস চুলে অ্যাপ্লাই করুন। এরজন্য নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে গাজরের রস মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে ভালো করে লাগিয়ে নিন। এবার আপনার চুলে শাওয়ার ক্যাপ লাগিয়ে নিন। এরপর আপেল সিডার ভিনেগার দিয়ে চুল ধুয়ে নিতে হবে। রঙ গাঢ় করতে চাইলে একাধিকবার অ্যাপ্লাই করুন।
২) বীটের রস- চুলের লাল রঙের সঙ্গে একটা লাল আন্ডারটোন পেতে চাইলে একইভাবে নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে বীটের রস মিশিয়ে নিন। এবার সারা চুলে তুলো দিয়ে বীটের রস অ্যাপ্লাই করে নিন। দেখবেন একটা সুন্দর রেড আন্ডারটোন কালার পেয়ে যাবেন।
৩) লাল চা- লাল চা দিয়ে প্রাকৃতিক উপায়ে চুল কালো করতে পারেন। সেক্ষেত্রে লাল চা যেন কড়া হয়, সেটা খেয়াল রাখবেন। চুলে লাগানোর আগে গরম চা স্বাভাবিক তাপমাত্রায় অথবা ঈষদুষ্ণ অবস্থায় আসতে দিন। একঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।
৪) কফি- কফির ন্যাচরাল ব্রাউন ফুটে উঠতে পার আপনার চুলেও। সেক্ষেত্রে ফুটন্ত জলে কড়া করে কফি গুলে নিন। কফি ঈষদুষ্ণ হয়ে এলে স্প্রে-বোতলে ভরে সারা চুল আর চুলের গোড়ায় স্প্রে করে নিন। সারা চুলে কফি স্প্রে করার পর শাওয়ার ক্যাপ পরে একঘণ্টা অপেক্ষা করুন, তারপর শ্যাম্পু করে নিন। চুলে আসবে ন্যাচরাল ব্রাউন।
৫) কাঠবাদামের খোসা- কাঠবাদামের খোসা থেকে দারুণ সুন্দর একটা বাদামি রং পাওয়া যায়। প্রাকৃতিক এই রঙ প্রস্তুত করতে কাঠবাদাম খোসা গুঁড়ো করে আধ ঘণ্টা জলে ফোটান। মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে চুল আর চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। একঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। তবে সাবধান জামাকাপড়ে দাগ যেন না লাগে, তাহলে সেই রঙ তোলা কিন্তু কষ্টসাধ্য হয়ে যেতে পারে।





Post a Comment