অবশেষে লড়াইয়ের অবসান, করোনা যুদ্ধ জিতে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বে যখন করোনা একটু একটু করে থাবা বসাচ্ছে মারণ করোনা ভাইরাস, তখনই উদ্বেগ বাড়িয়ে গত ২৫ মার্চ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে ধরা পড়েছিল করোনার উপসর্গ। এরপর টানা এক মাসের লড়াই। অবশেষ করোনা যুদ্ধে জয়লাভ করে নিজ দফতরে ফিরলেন বরিস জনসন। 

করোনার উপসর্গ প্রকট হতেই এপ্রিলের প্রথম সপ্তাহে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর মাঝে একবার সংকটজনক পরিস্থিতি তৈরি হওয়ায় আইসিইউ-এ রেখে অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ে প্রধানমন্ত্রীকে। করোনা ধরা পড়ার প্রথম ক'দিন বাড়ি থেকেই চিকিৎসা চলছিল তার। কিন্তু ১০ দিন পর প্রধানমন্ত্রী বরিস জনসনকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভরতি করে এইভাবে অক্সিজেন দেওয়া হয়।  

তবে অবশেষে করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরলেন বরিস জনসন। বর্তমানে একেবারেই সুস্থ তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে চিকিৎসকদের পরামর্শ মতোই বিশ্রামে ছিলেন তিনি। আজ থেকেই প্রধানমন্ত্রীর দফতরে যোগদান করবেন তিনি। 
Blogger দ্বারা পরিচালিত.