মালদায় প্রথম করোনা আক্রান্ত, রেড জোন হল মানিকচক


Odd বাংলা ডেস্ক: মুখ্যমন্ত্রী বলেছিলেন পশ্চিমবঙ্গের ৯টি জেলা করোনা মুক্ত। তার মধ্যে নাম ছিল মালদা জেলার। অবশেষে মুছে গেল সেই নাম। কারণ মালদা জেলাতে প্রথম করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেল।  ভীন রাজ্যে কাজ করত মানিকচকের ধরমপুর এলাকার বাসিন্দা। লকডাউনের আগে রাজ্যে ফিরেছিল ওই ব্যক্তি। তারপর সে সোজা চলে যায় নিজের গ্রামের বাড়ি। এর মধ্যেই তাঁকে রাখা হয়েছিল মানিকচক কলেজের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে। কিন্তু বেশ কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। তারপরেই তার লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তারপরেই ওই ব্যক্তিকে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য মানিকচক কলেজের কোয়ারেন্টাইন সেন্টারে পৌঁছান স্বাস্থ্যকর্মীরা। তাহলে এখন আর ৯টি নয় রাজ্যের ৮টি জেলা করোনা মুক্ত থাকলো।
Blogger দ্বারা পরিচালিত.