জনঅরণ্যহীন এবার পুরীর রথযাত্রা, মন্দির চত্বরেই ঘুরবে প্রভু জগন্নাথ-বলভদ্র-শুভদ্রার রথ


Odd বাংলা ডেস্ক: বিশ্ববিখ্যাত পুরীর রথযাত্রা দেখতে কাতারে কাতারে ভিড় জমান মানুষ। কিন্তু দেশজুড়ে লকডাউন পরিস্থিতিতে এবারের রথযাত্রায় ধরা পড়বে না সেই পরিচিত জনসমাগম। কারণ হল মারণ করোনার প্রকোপ। 

মন্দির কর্তৃপক্ষ এবং ওড়িশা সরকার যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এবারের রথযাত্রায় কোনওরকম জনসমাগম হবে না। রতযাত্রা আগামী ২৩ জুন। আর ওইদিনই প্রথা বদলে রাস্তায় নয় পুরীর মন্দির চত্বরেই ঘুরবে জগন্নাথ-বলভদ্র এবং শুভদ্রার রথ। একইভাবে রথের এক সপ্তাহ পরে উল্টো রথেও রাস্তায় বেরোবে না রথ। 

প্রসঙ্গত, করোনা আতঙ্কে অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল পুরীর জগন্নাথদেবের মন্দির। আর এবার রথযাত্রার এতদিন আগেই ঘোষণা করে দেওয়া হল এবারে পুরীধামে রথযাত্রা উপলক্ষ্যে উৎসব আয়োজিত হবে না। প্রসঙ্গত, রথযাত্রার পবিত্র রথ তৈরির কাজ শুরু হয়ে থাকে। রথ যেহেতু মন্দির চত্বরে তৈরি হয় না, তাই এবছর এখনও রথ তৈরির কাজ শুরুই হয়। লকডাউন উঠলে রথ তৈরির কাজ করা হলেও তা রাস্তায় নামানো হবে না বলেই জানিয়েছেন ওড়িশার আইনমন্ত্রী। 
Blogger দ্বারা পরিচালিত.