করোনা রুখতে 'ছাতা মডেল', অভিনব প্রয়াসে প্রশংসিত কেরলের এই গ্রাম


Odd বাংলা ডেস্ক: প্রথমদিকে করোনা সংক্রামিত হলেও, কিছু কঠিন নিয়মানুবর্তীতা মেনে চলায় দ্রুত করোনা যুদ্ধ জয় করে নজির গড়েছিল কেরালা। কেরলই প্রথম রাজ্য যারা লকডাউন শিথিল করার পথেও এগিয়েছিল। তবে কেন্দ্রের চিঠি পেয়ে সেই পথ থেকে পিছিয়ে এসেছে কের। তবে এবার কিন্তু এক অভিনব মডেল সৃষ্টি করে নজির গড়ল কেরল। 

সামাজিক দূরত্ববিধি মেনে চলার জন্য ছাতা ব্যবহার করা আবশ্যিক বলে জানিয়েছে কেরলের একটি গ্রামছ। কেরলের আলপ্পুঝা জেলার একটি গ্রাম পঞ্চায়েত শুরু করেছে অভিনব এই 'ছাতা মডেল'। আর এই মডেল মেনে চলার জন্য সাধারণ মানুষকে কম দামে ছাতাও প্রদান করা হচ্ছে বলে খবর। 

কেরলের অর্থমন্ত্রী জানিয়েছেন, এটি নিঃসন্দেহে একটি অভিনব উদ্যোগ। এক্ষেত্রে যে নিয়মটি মেনে চলতে হবে তা হল সকলে ছাতা খুলে থাকবেন এবং একজনের ছাতার সঙ্গে অন্যের ছাতা স্পর্শ করবে না। এভাবে দু'জন মানুষের মধ্যে এক মিটারের দূরত্ব বজায় রাখা সম্ভব। আর এতে করেই সামাজিক দূরত্বব বিধি বজায় রাখা সম্ভব বলে মনে করা হচ্ছে। কেরল সরকার জানিয়ে এই ছাতা মডেল যদি কার্যকরী হয়, তাহলে এই বিষয়ে ভবিষ্যতে বৃহত্তরভাবে কিছু ভাবা যেতে পারে। 
Blogger দ্বারা পরিচালিত.