করোনা আতঙ্কে কেন্দ্রের নির্দেশে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে রেস্তোরাঁ?


Odd বাংলা ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরে যে বার্তাটি ঘোরা-ফেরা করছে যে, কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করেছে যে, করোনা মহামারির কারণে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে দেশের সমস্ত রেস্তোরাঁ এবং রিসর্ট। আপনার চোখেও নিশ্চয় পড়েছে এই মেসেজ। আর বিশ্বাসও করেছেন নিশ্চয়? 

আর করবেন না-ই বা কেন, রীতিমতো পর্যটন মন্ত্রকের লোগো দেওয়া এই বিবৃতি দেখে বিশ্বাস করতেই হয়। কিন্তু ভুয়ো খবর এমন রঙিন মোড়কেও কীভাবে সত্যির মতো করে পেশ করা যায়, তা হয়তো আপনারা ভাবতেও পারছেন না। তাই আপনাদের জানিয়ে রাখি, এই বার্তাটি সর্বৈব মিথ্যা। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তরফে এমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি। 
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, করোনা মহামারির মধ্যে এই বিষয়ক কোনও নির্দেশিকা জারি করা হয়নি। মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, মানুষের উচিত এই ধরণের ভুয়ো খবরে বিশ্বাস না করা। 
Blogger দ্বারা পরিচালিত.