লকডাউনের মেয়াদ ২১ মে পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী, তিনটি জোনে ভাগ করা হবে রাজ্য
Odd বাংলা ডেস্ক: আজ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সের পর কেন্দ্রের ওপর খানিকটা বিরক্তই হয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি কেন্দ্র রাজ্যকে না জানিয়েই একাধিক নির্দেশিকা জারি করেছে। তবে এর মধ্যেই মুখ্যমন্ত্রী বলেন যে, কেন্দ্র যেমন নির্দেশ দিচ্ছে দিক, কিন্তু রাজ্যে আগামী ২১ মে তারিখ পর্যন্ত সাম্প্রতিক অবস্থা বজায় রাখার পরামর্শ দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
কিন্তু মুখ্যমন্ত্রী আরও বলেন যে, সাধারণ মানুষের স্বার্থে রেড, অরেঞ্জ এবং গ্রীন জোন তৈরি করে, এবারে জোন অনুসারে কড়াকড়ি চালাবে রাজ্য। যেমন রেড জোনে নজরদারি থাকবে আঁটোসাঁটো। গ্রীন জোন এবং অরেঞ্জ জোনে লকডাউন খানিকটা শিথিল করা হবে। তবে মাননীয়া আরও জানান যে, রাজ্যের তরফে নেওয়া যাবতীয় ব্যবস্থাকে লকডাউন বলতে নারাজ তিনি। তাঁর কথায়, রাজ্যকে জোনে ভাগ করে দেওয়া হবে।
তিনি আরও বলেন যে, গ্রামের দিকে কীভাবে স্বাভাবিক কাজকর্ম শুরু করা যেতে পারে যে ব্যবস্থাও নেওয়া হয়েছে। তাঁর কথায়, এরাজ্য যদি জোন হিসাবে তালিকা প্রকাশ করে তাহলে মানুষ আরও বেশি করে সতর্ক হবেন। তবে তিনি স্পষ্ট করে তিনি একটা কথাই জানালেন যে আগামী ২১ মে পর্যন্ত এই পরিস্থিতিতেই সবটা পরিচালিত হবে।





Post a Comment