ব্যক্তিগত লাভের চেয়ে জনস্বার্থে অগ্রাধিকার, করোনার টেস্ট কিটের দাম বেঁধে দিল দিল্লি হাইকোর্ট


Odd বাংলা ডেস্ক: সোমবার দিল্লি হাইকোর্ট বেঁধে দিল করোনা টেস্ট কিটের দাম। প্রত্যেকটি করোনা টেস্ট কিটের দাম ৪০০ টাকা করে নির্ধারণ করল দিল্লি হাইকোর্ট। প্রসঙ্গত, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ প্রতিটি টেস্ট কিটের দাম ৬০০ টাকা করে অর্ডার দিয়েছিল।

তবে এদিন করোনা টেস্ট কিট আমদানীকারক এবং বিতরণকারীদের মধ্যে বিরোধের শুনানি চলাকানীন দিল্লি হাইকোর্ট এদিন আদেশ দিয়েছেন, এই মুহূর্তে ব্যক্তিগত লাভের চেয়ে জনস্বার্থ অগ্রাধিকার পাওয়া উচিত। আর তাই অধিক মুনাফা লাভের আশা এই সময় বিসর্জন দিতে হবে। আর তাই একটি করোনার টেস্ট কিটের বিক্রয়মূল্য যেন কোনওভাবেই ৪০০ টাকার বেশি না হয়, বলে সাফ জানিয়ে দেয় দিল্লি হাইকোর্ট।

হাইকোর্ট আরও জানায়, করোনা পরীক্ষার জন্য এক একটি কিটের ল্যান্ডেড কস্ট প্রাইস যদি ২৪৫ টাকা টাকা হয়, তাহলে তার ওপর ১৫৫ টাকা লাভ থাকলে, লাভের শতকরা হার ৬১ শতাংশ। আর সেজন্য ৪০০ টাকায় কিট বিক্রি করা অধিক লাভজনক। তাই তার চেয়ে বেশি মূল্য নির্ধারণ করা ঠিক হবে না। 
Blogger দ্বারা পরিচালিত.