২৮ এপ্রিল বছরের সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে ধরা দেবে শুকতারা, রইল সময়ের তালিকা
Odd বাংলা ডেস্ক: প্রতিনিয়ত মহাকাশে ঘটে চলেছে কতই না মহাজাগতিক ঘটনা। যার অনেককিছুর ব্যাখ্যা দিতে পারেন জ্যোতির্বিজ্ঞানীরা আর অনেককিছু অধরাই থেকে যায়। সারা দেশজুড়ে চলতে থাকা লকডাউন পরিস্থিতিতে আকাশ এখন আগের থেকে অনেকটাই পরিষ্কার কারণ এখন দূষণ নেই। আর এই পরিস্থিতিতেই সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হিসাবে ধরা দেবে সান্ধ্যতারা বা শুকতারা।
প্রসঙ্গত, চাঁদ এবং সূর্যের পর শুক্রই হল আকাশের উজ্জ্বলতম বস্তু।দূষণহীন আকাশে আগামী ২৮ এপ্রিল সবচেয়ে উজ্জ্বল হয়ে ধরা দেবে শুকতারা। এর জন্য আপনাকে একেবারেই কোনও কসরত করতে হবে না, এর জন্য সূর্যাস্তের পর পশ্চিম আকাশে তাকালে সবচেয়ে উজ্জ্বল যে জ্যোতিষ্ক খালি চোখে আপনি দেখতে পাবেন সেটাই হল শুকতারা।
এবার প্রশ্ন হল আপনি কোন সময়ে দেখতে পাবেন শুকতারা। আকাশে শুকতারা দেখার কিছু সময় নির্ধারণ করা হয়েছে। তেব টাইমজোন অনুসারে সেই সময় বদলে যেতে পারে। ইস্টার্ন স্যান্ডার্ড টাইম (EST) অনুসারে ২৭ এপ্রিল রাত ৯টায় আকাশে জ্বলজ্বল করতে দেখা যাবে শুকতারা। ইউনিভার্সাল টাইম অনুসারে ২৮ এপ্রিল রাত ১টায় দেখা যাবে এবং ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম (IST) অনুসারে, আকাশে শুকতারা দৃশ্যমান হবে ২৮ এপ্রিল ভোর সাড়ে ৬টায়। দেখতে ভুলবেন না কিন্তু।





Post a Comment