করোনা ভয়ের মধ্যেই কেঁপে উঠল দিল্লি, ভূমিকম্পে আতঙ্কিত সাধারণ মানুষ


Odd বাংলা ডেস্ক: রবিবার বিকেল ৫.৪৫ নাগাদ মৃদু ভূমিকম্প অনুভূত হল রাজধানী দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। একেই করোনার কামড় তার ওপর আবার ভূকম্পন- সবমিলিয়ে আতঙ্কিত হয়ে পড়েন দিল্লির মানুষ। 

জাতীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। ভূমিকম্পের উপকেন্দ্রস্থল ছিল পূর্ব দিল্লি। কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ৬.৫ কিলোমিটার গভীরে।

কম্পনের পর ভয়ে লকডাউনের মধ্যেও বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। তবে বাড়িতেও ছিলেন অনেকে। তবে কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.